Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


জেনারেল ম্যানেজার

8af22f8ea932d4ae1b18d407cf2e9472

 

 

 

 

 

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত এলাকা পরিচালকমন্ডলী ও  গ্রাহক সদস্যবৃন্দ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও অন্যান্য সংস্থার কর্মকর্তাবৃন্দ, প্রচার মাধ্যমের প্রতিনিধিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সুধী মন্ডলী আসসালামু আলাইকুম।

 

সম্মানিত উপস্থিতি,

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, টুঙ্গিপাড়ার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি ধন্য বাগেরহাট এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এই সমৃদ্ধির পেছনে রয়েছে বিদ্যুৎ। সমৃদ্ধ বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এগিয়ে যাচ্ছে বাগেরহাট, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই আজ বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনকের প্রতি।
আধুনিক উন্নত স্বদেশ গড়তে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন এবং বিতরণ লাইন নির্মাণ ও সংস্কার করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো আজ মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। সে অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তথা বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। তারই ধারাবাহিকতায় আপনাদের এ সমিতির আওতায় মোল্লাহাট,ফকিরহাট,চিতলমারী,বাগেরহাট সদর,রামপাল, মোড়েলগঞ্জ, শরণখোলা, কচুয়া, মোংলা,রূপসা(আংশিক) ও (তেরখাদা) উপজেলার শতভাগ বিদ্যুতায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সকল উপজেলায় পরবর্তীতে নির্মিত ১টি বা ২টি বাড়িতেও বিদ্যুৎ দেয়ার কাজ চলছে। চলছে দূর্বার গতিতে মানসম্মত বিদ্যুৎ সরবরাহে উন্নয়নমূলক আপগ্রেডেশন কাজ। 

 

সুপ্রিয় সুধী,
আজকের এই প্রাণের মেলায় আপনাদের স্বাগত জানাই। অনেকেই দূর-দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আপনাদেরই প্রিয় প্রতিষ্ঠানের প্রিয় সমাবেশে এসেছেন, সেজন্য আপনাদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।

 

সম্মানিত গ্রাহকবৃন্দ,
আপনাদের সহজে সেবা প্রদানের মানসে বর্তমান সরকার ডিজিটাল সেবাদান পদ্ধতি চালু করেছে। এরই ধারাবাহিকতায় ঘরে বসেই অনলাইনে আবেদন করা,রকেটে জামানত জমাদান, টেলিটক,ইউডিসি ও মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

 

উপস্থিত সুধীবৃন্দ,
আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনুমোদনক্রমে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ছাড়াও ০৫টি জোনাল অফিস, ০৪টি সাব-জোনাল অফিস, ০১ টি এরিয়া অফিস এবং ১৮টি অভিযোগকেন্দ্র মাধ্যমে সমিতির সুবিশাল সম্মানিত গ্রাহক সদস্যগণকে সেবা প্রদান করে যাচ্ছে। মানসম্মত বিদ্যুৎ সরবরাহের নিমিত্তে বর্তমানে ১৭ টি ৩৩/১১ কেভিএ উপকেন্দ্র বিদ্যমান রয়েছে। ভবিষ্যতে আরোও ০৩টি উপকেন্দ্র নিমার্ণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেখানে বিদ্যুৎ বিল প্রদান সহ যেকোন অভিযোগ জানানোর সুযোগ সৃষ্টি করা হয়েছে। এছাড়াও আরো ব্যাপক কার্যক্রম চলছে,যাতে গ্রাহকদের উত্তোরত্তর ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবেলা করা সম্ভব হবে। 

 

প্রিয় স্বজন,
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তথা “মুজিব বর্ষ” উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১০টি অঙ্গীকার ব্যাক্ত করেছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষে নিশ্চিত হলো শতভাগ বিদ্যুতায়ন। বাপবিবোর্ডের অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ, এ প্রতিষ্ঠান আলোর ফেরিওয়ালা কার্যক্রম সচলসহ উঠান বৈঠক নিয়মিত করে চলেছে। এতে সেবার মান বৃদ্ধি এবং সম্মানিত গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ গ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে। বিদ্যুতের আলো ও মানবসেবার আলোয় আলোকিত হোক দেশ, মানুষ এবং সমাজ। আমি চাই এ আলো ছড়িয়ে পড়ুক সবখানে সবপ্রাণে।   

 

প্রিয় সমাবেশ,
আপনাদের আলোয়, আপনাদের ছায়ায়, আপনাদের মায়ায়, আপনাদের ভালবাসায় এগিয়ে যেতে চাই, এগিয়ে দিতে চাই এ প্রতিষ্ঠানকে। আপনাদের এ প্রতিষ্ঠান আপনাদেরই। তাই পরিশেষে বিদ্যুতের সাশ্রয়ী ও নিরাপদ ব্যবহারে, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধে, বিদ্যুৎ ও বৈদ্যুতিক সামগ্রীর চুরি রোধে, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী  গাছের ডালপালা কর্তনে এবং বিদ্যুতের কাজে নিয়োজিত  কর্মীবাহিনীর কাজে আপনাকে পাশে চাই নিবিড়ভাবে, গভীরভাবে, সবশেষে আপনাদের সানুগ্রহ উপস্থিতির জন্য  সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। 


(সুশান্ত রায়)
জেনারেল ম্যানেজার
বাগেরহাট পবিস।